শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

প্রস্তাবিত বাজেটে ই-ট্রাফিকিং চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে ই-ট্রাফিকিংয়ের উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল তিনি জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে জনমুখী করা হচ্ছে। ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ ও ‘সার্ভিস ফ্রেন্ডলি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট প্রস্তাবে আরও জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের জন্য ২১ হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের বছর এ বিভাগের বাজেট ছিল ১৯ হাজার ৩৮৪ কোটি টাকা।

এ ছাড়া সম্পদ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ, নির্মাণ ও পূর্ত এবং ভর্তুকি ও প্রণোদনা খাতে ব্যয় বৃদ্ধি, গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টারে অ্যান্টি টেররিজম ইউনিট স্থাপনের জন্য অতিরিক্ত অনুন্নয়ন বাজেট বৃদ্ধি পায়। উন্নয়নমূলক কাজের ১৬টি প্রকল্পের জন্য ১ হাজার ১০৯ কোটি ১১ লাখ ১ হাজার টাকা অতিরিক্ত বাজেট দাবি করা হয়েছে প্রস্তাবে।

সর্বশেষ খবর