শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

নারী উন্নয়নে বরাদ্দ ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৪৩টি বিভাগ ও মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট বরাদ্দ করা হয়েছে। এজন্য ১ লাখ ৩৭ হাজার ৭৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে; যা মোট বাজেটের ২৯ দশমিক ৬৫ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ৪৩ শতাংশ। গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এবারের জেন্ডার বাজেটকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ এবং সরকারি সেবাপ্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি এ তিন খাতে ভাগ করা হয়েছে। বাজেটে নারী উন্নয়নে বিশেষ বরাদ্দ হিসেবে ১২৫ কোটি টাকা রাখা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও কয়েকটি বিশেষ উদ্যোগে থোক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি ও নারী উন্নয়ন বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ফান্ডে গত বছরের মতো এবারও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেন, দেশে কর্মরত নারীর সংখ্যা খুব বেশি বৃদ্ধি পায়নি। নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। তাদের বিদেশ পাঠাচ্ছি। নারী উন্নয়নে বিশ্বে আমাদের অবস্থান ৮২তম। দক্ষিণ এশিয়ায় এটি সবচেয়ে ভালো অবস্থা।

সর্বশেষ খবর