সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিন অ্যাটর্নির সম্মতির অপেক্ষায় : মাহবুব

নিজস্ব প্রতিবেদক

দেশের বিচারব্যবস্থার ওপর ব্যক্তিগতভাবে আস্থা রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া দেশের সর্বোচ্চ আদালত কোনো আদেশ দিচ্ছেন না। এখন অপেক্ষায় থাকতে হবে খালেদা জিয়ার জামিনের জন্য কখন অ্যাটর্নি জেনারেলের সম্মতি হবে। গতকাল কুমিল্লার নাশকতার এক মামলায় খালেদার জামিন শুনানি মুলতবির পর সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন খন্দকার মাহবুব। খন্দকার মাহবুব হোসেন বলেন, অ্যাটর্নি জেনারেল এক মামলায় আপিল বিভাগে যাবেন, তাই কুমিল্লার মামলার শুনানি মুলতবি করা হলো। এটা আমাদের দুর্ভাগ্য। অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন, আদালত তাকে সময় দিয়েছেন।

আবার তিনি সময় চাইবেন হয়তো আবারও তাকে সময় দেবেন।

তিনি বলেন, ‘এই ধরনের অবস্থায় কতদিন আইনজীবীরা সুপ্রিম কোর্টের ওর আস্থা রাখতে পারবে? মানুষ হয়তোবা এটাকে প্রত্যাখ্যান করে আইন নিজেদের হাতে তুলে নেবে। আমরা সেই দিনের অপেক্ষায়ই আছি।’ খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, ‘আদালতে আজ আমরা বলেছি যে কারণে ট্রাইব্যুনাল খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন, সেটা সঠিক নয়। খন্দকার মাহবুব বলেন, গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল কিছুটা সম্মত হয়েছিলেন। কিন্তু আজ তিনি ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে আপনারা আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইনি পদক্ষেপ তো আমরা নিচ্ছি।’

সর্বশেষ খবর