বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে ভিজিএফ’র চাল পাচ্ছে ১ লাখ ৭৯ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার রাজশাহী জেলার ১ লাখ ৭৯ হাজার ৩ দরিদ্র পরিবারকে ভিজিএফ’র চাল দেওয়া হচ্ছে। প্রতি পরিবার পাবে ১০ কেজি করে চাল। এতে প্রায় ১ হাজার ৭৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন ও ১৪টি পৌরসভার ১ লাখ ৭৯ হাজার ৩টি দরিদ্র পরিবার পাচ্ছে এই চাল। ইতিমধ্যে জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় চাল বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে পবা উপজেলায় ১৫ হাজার ৬৩৩টি পরিবার, তানোর উপজেলায় ১০ হাজার ৬৫৬টি পরিবার, মোহনপুর উপজেলায় ৯ হাজার ৩৭টি পরিবার, চারঘাট উপজেলায় ১৪ হাজার ৩৪৭টি পরিবার, দুর্গাপুর উপজেলায় ৯ হাজার ৮৮৭টি পরিবার, বাগমারা উপজেলায় ১৯ হাজার ২০০টি পরিবার, পুঠিয়া উপজেলায় ১২ হাজার ৮৮টি পরিবার, বাঘা উপজেলায় ৯ হাজার ৬৩৮টি পরিবার এবং গোদাগাড়ী উপজেলায় ২৯ হাজার ২৩৮টি পরিবার। এছাড়া প্রথম শ্রেণির পৌরসভা নওহাটা ৪ হাজার ৬২১টি পরিবার, তাহেরপুর ৪ হাজার ৬২১টি পরিবার, কাঁকনহাট ৪ হাজার ৬২১টি পরিবার, বাঘা ৪ হাজার ৬২১টি পরিবার, গোদাগাড়ী ৪ হাজার ৬২১ টি পরিবার। দ্বিতীয় শ্রেণির পৌরসভা কাটাখালী পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, মুন্ডুমালা পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, ভবানীগঞ্জ পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, কেশরহাট পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, পুঠিয়া পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, চারঘাট পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, আড়ানি পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার, দুর্গাপুর প্রত্যেকটি পৌরসভা ৩ হাজার ৮১টি পরিবার। জেলায় শুধু তানোর পৌরসভাটি তৃতীয় শ্রেণির। এই পৌরসভায় ভিজিএফ’র চাল পাচ্ছে ১ হাজার ৫৪১টি পরিবার। রাজশাহীর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক জানান, সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় এবার দরিদ্র মানুষরা যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর