বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

ঈদের পর জাপার নির্বাচনী ইশতেহার

—বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ঈদের পর জাতীয় পার্টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। ইশতেহারে  নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে যা যা করা প্রায়েজন সে বিষয় মাথায় রেখেই ইশতেহার প্রণয়নের কাজ চলছে।  গতকাল জুরাইনের শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও কদমতলির ১নং বালুর মাঠে ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের উপহার বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জাপা নেতা কাওসার আহমেদ ইব্রাহীম মোল্লা, সুজন দে, শেখ মাসুক রহমান, মোতালেব হোসেন প্রমুখ।, জহিরুল ইসলাম জহির, হানিফ সর্দার, মাইনুদ্দিন বাবু ও  মো. স্বাধীন।

জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিত্তশালীদের গরিবের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সবার উচিত সমাজের অনগ্রসর মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধনী-গরিব সবাই মিলে ঈদের আনন্দকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর