বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে চারজন আহত

কক্সবাজার প্রতিনিধি

টানা পাঁচ দিনের ভারি বর্ষণে উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে চার রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। জানা যায় গতকাল সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী শফিউল্লাহ কাটা নামক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন— ডি-২ ব্লকের বাসিন্দা আলী আজগরের স্ত্রী মরিয়ম খাতুন (৪৫), মো. ইব্রাহীমের স্ত্রী সমুদা খাতুন, মো. শাকের আলমের স্ত্রী রোকেয়া (২৫) ও তার তিন বছরের শিশু উম্মে হাবিবা।

স্থানীয় ডি-২ ব্লকের মাঝি জয়নাল আবেদীন জানান, পাহাড়ের পাদদেশে দুটি রোহিঙ্গা পরিবারের ওপর বড় একটি পাহাড়ের অংশ ধসে পড়লে চারজন আহত হয়।

হেড মাঝি নুরুল কবির জানান, সকাল ১১টার দিকে পাহাড়টি ধসে পড়ে চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, যদি টানা বৃষ্টি না থামে তাহলে আরও পাহাড় ধসে পড়তে পারে।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও এনজিও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর