বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের সুহৃদ ড. অমিয় চৌধুরী আর নেই

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুহৃদ, পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. অমিয় চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রুবি হাসপাতালে মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মঙ্গলবার ভোরে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়স হয়েছিল ৭৯। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

অমিয় চৌধুরী মুক্তিযুদ্ধের সময় তাৎপর্যময় ভূমিকা পালন করেন। ওই সময় তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি তাঁর সহকর্মী ও বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের সহায়তায় অর্থ সংগ্রহ করেছিলেন। ড. চৌধুরীর মৃত্যুর সংবাদে কলকাতার সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সর্বস্তরের মানুষ তার গল্ফ গ্রিনের বাসভবনে ছুটে যান। তার প্রতি শ্রদ্ধা জানান— তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, আবাসন ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, নাট্যকার বিভাস চক্রবর্তী, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ। গতকাল বিকালে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর