বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

গ্যাস ও চালের মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে নির্বাচনে

—মাওলানা মাহফুজুল হক

নিজস্ব প্রতিবেদক

গ্যাস ও চালের মূল্য বৃদ্ধির প্রভাব নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, গ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিকভাবে করা হয়েছে।  এতে  উৎপাদনে ব্যয় বাড়বে। এ মূল্য বৃদ্ধির প্রভাব জনগণের ওপর পড়বে। ফলে জনজীবন বিপর্যস্ত হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা মাহফুজুল হক বলেন, গ্যাস ও তেলের মূল্য যে প্রক্রিয়ায়ই বৃদ্ধি করা হোক না কেন, তা প্রান্তিক প্রভাব সাধারণ জনগণের ওপর বর্তাবে। তাই এ মূল্য বৃদ্ধি কোনোভাবেই কাম্য হতে পারে না।  তিনি বলেন, দেশে ধানের বাম্পার ফলন এবং পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ থাকার পরও বাজেটে চাল আমদানির ওপর ২৮ শতাংশ কর আরোপ করার অজুহাতে মিলমালিকরা সিন্ডিকেট তৈরি করে ইতিমধ্যে চালের দাম চার-পাঁচ টাকা কেজিতে বৃদ্ধি করেছেন। কর আরোপকে কেন্দ্র করে মিলমালিকরা ঈদের পর চালের মূল্য আরও বৃদ্ধি করার পাঁয়তারা করছেন বলে আড়তদাররা আগাম ইঙ্গিত দিয়েছেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এভাবে মূল্য বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হলে এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে। তাই গ্যাস ও চালের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে হবে সরকারকে। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নিলে ঈদের পর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে।

সর্বশেষ খবর