Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৮ ২৩:২২
মহাশ্মশানের জমি ইজারা প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় হিন্দুদের শত বছরের ঐতিহ্যবাহী মহাশ্মশানের জমি ইজারা দেওয়ার প্রতিবাদে সিটি মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে মানববন্ধন করা  হয়েছে। বরিশাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মহাশ্মশান রক্ষা সমিতি ও ব্রাহ্মণ সমাজ গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।

মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ, জেলা গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ইসকনের সভাপতি বলরাম প্রভু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যালবার্ট রিপন। বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে মহাশ্মশানের জমির লিজ বাতিল করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এই পাতার আরো খবর
up-arrow