রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

হিজড়াদের কর্মসংস্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হিজড়া সম্প্রদায়। দেশে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীর কোনো জরিপ নেই। তবে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিজড়ার সংখ্যা ১১ হাজার ৩৯ জন। হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, প্রশিক্ষণ শেষে হিজড়াদের পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।

চলতি অর্থবছরে ২ হাজার ৫০০ প্রবীণ হিজড়াকে (পঞ্চাশোর্ধ্ব) মাসিক ৬০০ টাকা হারে বিশেষ ভাতা প্রদান করা হয়েছে। ১ হাজার ৩৫০ জন হিজড়া শিশুকে ৪ স্তরে (প্রাথমিক স্তর-৩০০ টাকা, মাধ্যমিক স্তর ৪৫০ টাকা, উচ্চমাধ্যমিক স্তর ৬০০ টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার টাকা) হারে উপবৃত্তি প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর