শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

কবি আবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

কবি আবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অন্যতম কবি আবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে ৯২ বছর বয়সে বাংলাদেশের মানুষের প্রাণের এ কবি চিরবিদায় নেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির ধানমন্ডির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কবি আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাটের ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা এস এম ইসমাইল হোসেন পুলিশ বিভাগে কাজ করতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর হাতে তিনি নিহত হন। কবি আবুল হোসেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, নাসির উদ্দীন স্বর্ণপদক, পদাবলী পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ পুরস্কার ও স্বর্ণপদক, আবুল হাসানাৎ সাহিত্য পুরস্কার, জনবার্তা স্বর্ণপদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার, জনকণ্ঠ গুণীজন সম্মাননা ও জাতীয় জাদুঘর কর্তৃক সংবর্ধনা পেয়েছেন। তাঁর প্রথম কবিতার বই ‘নববসন্ত’ প্রকাশিত হয় ১৯৪০  সালে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর