শনিবার, ৩০ জুন, ২০১৮ ০০:০০ টা

পানি সমাধানে ‘জয়েন্ট বেসিন ম্যানেজমেন্ট’

—মোয়াজ্জেম আলী

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদ-নদীর পানি বণ্টন সমস্যা দূরীকরণে ‘জয়েন্ট বেসিন ম্যানেজমেন্ট’ অত্যন্ত জরুরি বলে মনে করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তাঁর অভিমত, উভয় দেশের মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হলেও কিছু সমস্যা এখনো আছে। এর মধ্যে নদ-নদীর পানি বণ্টন সমস্যা অতি গুরুত্বপূর্ণ। গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ‘প্রেস ক্লাব অব নর্থ বেঙ্গল’-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 দুই দেশের মধ্যে তিস্তার মতো বকেয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ) বছরে নয় মাস পানি বণ্টনের দরকার হয় না। অতিবর্ষণে বন্যা হয়, আবার বৃষ্টি না হলে খরার মতো পরিস্থিতি তৈরি হয়। সে ক্ষেত্রে জয়েন্ট বেসিন ম্যানেজমেন্ট হিসেবে আমাদের নদ-নদীগুলোকে পরিমাপ করা দরকার। অর্থাৎ নদ-নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণভাবে তত্ত্বাবধানের দায়িত্বে থাকলে নদ-নদীগুলোকে তাদের জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব।’ নদ-নদীর ওপর একাধিক বাঁধ ও সেচ প্রকল্প নির্মাণ নিয়ে তাঁর বক্তব্য, ‘এ বাঁধ ও সেচ প্রকল্পগুলো বিজ্ঞানগত ও প্রযুক্তিগত দিক থেকে ন্যায়সংগত হয়নি। ফলে দুই দেশকেই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অতএব আমরা যদি জয়েন্ট বেসিন ম্যানেজমেন্ট করতে পারি তবে একসঙ্গে বসে এ সমস্যার সমাধানের ব্যবস্থা করতে পারব।’

সর্বশেষ খবর