বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আমিরাতের ভিসা সহজ করার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করাসহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল-মেহেরি স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা দুই দেশের সংসদীয় কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, জনশক্তি রপ্তানি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্পিকার বলেন, মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান।

ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভিসা সহজীকরণের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। এ সময় রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি স্পিকারকে আশ্বস্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর