রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিক্ষকদের অনশন চলছেই

নিজস্ব প্রতিবেদক

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন চলছেই। বেতন-ভাতার দাবিতে লাগাতার ১৪ দিন অবস্থান, এক দিন প্রতীকী অনশন পালন করার পর গতকাল ১৩ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তর পাশে রাস্তায় তারা এ কর্মসূচি পালন করছেন। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় গতকাল বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিতে  কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওকরণের জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের উপযোগী একটি নীতিমালা প্রত্যাশা চান তারা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।

গতকাল শিক্ষকদের অনশনে এসে তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক, ন্যায্য ও মানবিক।

সর্বশেষ খবর