সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে উত্থান কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সামান্য উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং হাত বদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৬ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে  দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত থাকে ২৪টির দর। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৫১৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২২, সিএসসিএক্স ৯ পয়েন্ট ও সিএসআই ৪ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৮৫২, ৯৯৯২ ও ১১২৫ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১৩ পয়েন্টে। সিএসইতে ৪৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৩৫ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর