বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

মুক্তিযোদ্ধা কমান্ডাররা অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা কমান্ডার সম্মেলনে এসব দাবি জানানো হয়। সম্মেলনে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ে প্রায় সাড়ে তিন হাজার কমান্ডার অংশ নেন। বক্তৃতাকালে কমান্ডাররা অভিযোগ করে বলেন, সংসদের গঠনতন্ত্রে এডহক কমিটির বিধান না থাকলেও বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় একটি স্বার্থান্বেষী মহল ঘুরে-ফিরে মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালনের মাধ্যমে অর্থ সম্পদ লুটপাটের জন্য এডহক কমিটি করার চক্রান্তে লিপ্ত রয়েছে।  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক সচিব মো. রশিদুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, আলহাজ মিনহাজুর রহমান, আবদুল সালাম মজুমদার, ময়মনসিংহের সাবেক জেলা কমান্ডার মো. আবদুর রব, রাজশাহীর সাঈদুর রহমান, নোয়াখালীর জি এস কাসেম, মৌলভীবাজারের রিয়াজ আহমেদ, মেহেরপুরের হায়দার আলী, কোম্পানীগঞ্জের আবদুল আজীজ প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর