বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। বিশ্বায়নে জনসংখ্যা— চ্যালেঞ্জ ও পরিকল্পিত পরিবারের সুবিধাগুলোর ব্যাপারে জনগণের সচেতনতা বাড়ানোই এই দিবস পালনের উদ্দেশ্য। দিবসটির প্রতিপাদ্য ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

 দিবসটি পালনের লক্ষ্যে ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মূল অনুষ্ঠান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর