শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের খসড়া ঘোষণা তৈরি করল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘে ‘মন্ত্রী পর্যায়ের ঘোষণা’র খসড়া তৈরি করে দিয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ খসড়া গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্টকে প্রদান করা হয়েছে। এনআরবি নিউজ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এদিন বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানান, ৯ জুলাই থেকে জাতিসংঘে শুরু হয়েছে হাই-লেভেল পলিটিক্যাল ফোরাম বা এইচএলপিএফের অধিবেশন। এবারের এইচএলপিএফে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর প্রেসিডেন্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে মন্ত্রী পর্যায়ের ঘোষণার (Ministerial Declaration) খসড়া তৈরি করার জন্য কো-ফ্যাসিলিটেটর নিয়োগ করে। দায়িত্ব পাওয়ার পর খসড়া ঘোষণা তৈরির জন্য ২৫ জুন থেকে সদস্য রাষ্ট্রসমূহকে নিয়ে নেগোশিয়েশনের কাজ শুরু করা হয়। ১১ জুলাই চূড়ান্ত নেগোশিয়েটেড ডকুমেন্ট ইকোসকে জমা দেওয়া হয়েছে। এবারের এইচএলপিএফের মন্ত্রী পর্যায়ের ঘোষণা গৃহীত হতে যাচ্ছে অধিবেশনের শেষ দিন ১৮ জুলাই।

প্রেস ব্রিফিংয়ের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সেলর সঞ্চিতা হক এবং ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।

সর্বশেষ খবর