রবিবার, ১৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তার নির্বাচনী এলাকা মাদারগঞ্জে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপি-জামায়াত জোট আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। নেতা-কর্মীদের মাঠে থেকে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি গতকাল স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত তিন দিনব্যাপী সংগঠন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, নেতা-কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে। মানুষকে আওয়ামী লীগ আমলের উন্নয়নের কথা জানাতে হবে। প্রতিমন্ত্রী জানান, মাদারগঞ্জের কামারিয়াচরে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৫১৮ কোটি ৮৫ লাখ টাকা। দুই বছরে নির্মাণকাজ শেষ হবে। মিলে তুলা ও পাটের মিশ্রণে সুতা দিয়ে ১০৭ প্রকার পণ্য তৈরি হবে। দেশ-বিদেশের ২০ হাজারের অধিক লোক এ মিলে কাজ করবেন। এ ছাড়া মিলসংলগ্ন যমুনা নদী খনন করে জাহাজ চলাচলের ব্যবস্থাসহ সেখানে নৌবন্দর করা হবে।

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জীবনকৃষ্ণ সাহার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, আবু সালেহ গেন্দা, আলামিন চান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, শওকত আলী, নূরন্নবী লুলু প্রমুখ।

সর্বশেষ খবর