সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্মার্ট সিটি গড়তে প্ল্যান চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরকে স্মার্ট সিটি গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অ্যাকশন প্ল্যান চান ব্যবসায়ীরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অ্যাকশন প্ল্যান দরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সৌরশক্তি ও কৃষি গবেষণায় বেশি বিনিয়োগ প্রয়োজন। সব মিলিয়ে আরও বৃহৎ পরিসরে  দরকার সমন্বিত আঞ্চলিক উদ্যোগ। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘এ ক্লাইমেট রেসিলেন্ট সাউথ এশিয়া : টার্নিং ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইনটু রিয়েলিটি’ শীর্ষক সেমিনারে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন ও দক্ষিণ এশিয়ার আরেক শীর্ষ সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সার্কভুক্ত দেশের বিশিষ্টজনেরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভৌগোলিক কারণেই পরিবেশদূষণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিনিয়োগের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশদারত্ব বা পাবলিক প্রাইভেট পার্টিনারশিপের (পিপিপি) ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা যেমন সম্ভব হচ্ছে না, তেমনি বাংলাদেশেও। আমরা কেউ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারছি না। জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকানোর জন্য বাঁধ সংস্কারসহ আমরা নানা ধরনের উদ্যোগ নিচ্ছি। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে না।’

সার্ক সিসিআই সভাপতি রোয়ান এডিরিসিংহে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার কৃষি ও দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক দেশে বন্যা হলে তার প্রভাব গিয়ে পড়ছে অন্য দেশে। এই প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সমন্বিত উদ্যোগ বাড়ানো দরকার।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অ্যাকশন প্ল্যান দরকার। এ ক্ষেত্রে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। আমরা স্মার্ট সিটি গড়ে তোলার চেষ্টা করছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সার্ক সিসিআইর (বাংলাদেশ) সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ প্রমুখ।

সর্বশেষ খবর