শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে নীলক্ষেতে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নীলক্ষেতের বইয়ের দোকানিদের সঙ্গে সংঘর্ষের পর মার্কেটের একটি মসজিদে আশ্রয় নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সাফায়াত নামের প্রথম বর্ষের ওই ছাত্র জিয়াউর রহমান হলে থাকেন। রাত সাড়ে ১০টায় তাকে নিউমার্কেট থানা পুলিশ উদ্ধার করে বলে জানান ওসি আতিকুর রহমান। এ প্রসঙ্গে জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন বলেন, নীলক্ষেতের দোকানিদের মারধরে তাদের হলের আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, সাফায়াত রাত ৯টার দিকে বই কিনতে গেলে এক দোকানদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। এরপর সাফায়াতকে আটকে ফেলেন বই বিক্রেতারা। এ খবর জানতে পেরে জিয়াউর রহমান হলের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থী ওই মার্কেটে যান। তখন দোকানিরা মারধর করে তাদেরও আটকে রাখেন।

 ওই সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাফায়াত ঘটনাস্থল থেকে সরে মার্কেটের ভিতরে একটি মসজিদে আশ্রয় নেন বলে লিমন জানান।

শিক্ষার্থীদের মারধর করে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের শতাধিক ছাত্র নীলক্ষেতের বইয়ের মার্কেটের দিকে এগিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে পৌঁছালে পুলিশ ও ছাত্রলীগ নেতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সেখানে আটকে দেন। ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনও এ সময় সেখানে হাজির হন। পরে পুলিশ এসে আটক হওয়াদের উদ্ধার করে।

সর্বশেষ খবর