শনিবার, ২৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাঙামাটিতে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহার, আসামবস্তি ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসহ রাঙামাটির প্রতিটি বৌদ্ধমন্দিরে উত্সবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা উত্সব। গতকাল সকাল থেকে এ উপলক্ষে দিনব্যাপী পালিত হয়েছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। ভোরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, মোমবাতি প্রজ্বালন ইত্যাদি। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী উত্সবের। রাজবন বিহারে উদযাপিত অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় মহাগুরু পরিনির্বাণপ্রাপ্ত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিষ্য ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমত্ প্রজ্ঞা লঙ্কার মহাস্থবিরসহ অন্য ভিক্ষুমণ্ডলী উপস্থিত থেকে পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ অগণিত পুণ্যার্থী অনুষ্ঠানে যোগ দেন। একই কর্মসূচি পালিত হয়েছে শহরের আসামবস্তি ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারসহ অন্যান্য বৌদ্ধমন্দিরে।

সর্বশেষ খবর