রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তিন সিটিতে পুলিশ বেপরোয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ বেপরোয়া গতিতে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত করতেই বেপরোয়া গতিতে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

গতকাল রাতে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করতেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতেই সরকার এ ধরনের ঘৃণ্য পন্থা অবলম্বন করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সিটি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আওলাদ হোসেন, গৌরনদী উপজেলা যুবদল সহসভাপতি আবদুল মান্নান খান, উজিরপুর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক তাওহিদ বিন লাবিদ, গৌরনদী উপজেলা যুবদল নেতা সরোয়ার মোল্লা এবং মো. বুলবুলসহ অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মুক্তির জোর দাবি করছি।’

বরিশালে মহিলা নেত্রী বহিষ্কার : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বরিশাল মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের এখন থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে অনুরোধ করা হয়েছে। গতকাল বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর