বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তিন সিটিতে ভোট ডাকাতি হয়েছে : চরমোনাইর পীর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রকাশ্যে ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচনের নামে জঘন্য কাণ্ডের অবতারণা করছে সরকার। যা বিশ্ব ও দেশীয় মিডিয়ায় গুরুত্বসহকারে প্রচার করেছে। এরপরও নির্বাচন কমিশন নির্লজ্জভাবে বক্তব্য দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনে তিনি খুব খুশি। চরমোনাইর পীর বলেন, ‘এমন নির্লজ্জ দালালি দেশবাসী কখনো দেখেনি।’ তিনি তিন সিটির ফল বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, ‘সরকারের শেষ মেয়াদে এসে এবং জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের ভোট ডাকাতি দেশবাসীকে শঙ্কিত করেছে।

বিশ্ববাসী অবাক বিস্ময়ে আওয়ামী লীগের বহিরাগত ক্যাডার ও প্রশাসনের নির্লজ্জতা প্রত্যক্ষ করেছে।’

তিন সিটির ফলাফল বাতিলের দাবিতে ৩ আগস্ট ঢাকায় বিক্ষোভ : ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তিনি সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ৩ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টন আইএবি মিলনায়তনে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সর্বশেষ খবর