শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আশা করি বাস চলবে :নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আশা ব্যক্ত করে জানিয়েছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে ‘অঘোষিত ধর্মঘটে’ থাকা পরিবহন মালিক-শ্রমিকরা আজ  থেকে ফের গাড়ি চালানো শুরু করতে পারেন। গতকাল রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শাজাহান খান বলেন, শুক্রবার যে পরিস্থিতি দেখলাম, যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি  শনিবার থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবে। রাতেই গাড়ি চালানোর কথা জানিয়েছে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা। শনিবার পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

ধর্মঘট নয়, নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, চালকদের বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে। সে কারণেই মালিক এবং শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

সর্বশেষ খবর