মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিমানের সিট থেকে ৪ কোটি ৬৬ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কোটি ৬৬ লাখ টাকার সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকালে কাতারের দোহা থেকে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইট (কিউআর-৬৪০) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের ১৮এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ৩২০ গ্রাম সোনা পাওয়া যায়। এসব বিষয়ে কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম জানান, জানতে পারি কাতারের ওই বিমানে সোনা চোরাচালান হবে এবং তা ক্লিনারের মাধ্যমে বের করা হবে। বিমান পরিষ্কার করে নেমে যাওয়ার পর ক্লিনারদের শরীর ও জুতা চেক করেও কোনো সোনা পাওয়া যায়নি। পরে বিমান রামেজিং করে ওই সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর