মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে নিহত হওয়ার ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেয়। রিটকারী আইনজীবী আবদুল হালিম রায়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এতে এ বিষয়ে হাই কোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলার সময় রেলওয়ে মাঠের পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। পরে ২৭ ডিসেম্বর বিকালে শিশু জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাই কোর্টে রিট করা হয়। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা রিট আবেদনের শুনানি করে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর