বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আদেশে তাকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। র‌্যাবসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে বেনজীর আহমেদ র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ সম্পন্ন করেন। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম (বিসিএস) পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগ দেন। তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপার, ডিএমপিতে ডিসি নর্থ, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরের এআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট, ডিআইজি (প্রশাসন ও অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে তিনি বসনিয়া ও কসোভোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি জাতিসংঘ সদর দফতর, নিউইয়র্কে চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে এক বছর কর্মরত ছিলেন। তিনি দেশ-বিদেশে কর্মরত থাকাকালে অত্যন্ত সুনাম, সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তার কর্মদক্ষতায় তিনি আইজিপির এক্সজাম্পলারি গুড সার্ভিস ব্যাজ, বসনিয়া ও কসোভোতে জাতিসংঘ মেডেল পান। এ ছাড়া তিনি চারবার বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। বেনজীর আহমেদ নিরাপত্তা, সন্ত্রাসবাদ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েনা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়েছেন। তিনি ঢাবির জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জঙ্গিবাদ দমনে বিশেষ করে হলি আর্টিজান হামলায় প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে তিনি বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযান ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ অভিযাত্রাকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়ে বেগবান রেখেছেন মাদকবিরোধী অভিযান। এ ছাড়া সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটিয়ে একটি স্বস্তির উপকূলীয় অঞ্চল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখে চলেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর