শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্রের জন্য পরিবর্তন প্রয়োজন : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন বলেছেন, ‘এ দেশ আমাদের সবার। এ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ সবাই চায়। দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য পরিবর্তন আনা প্রয়োজন। এই পরিবর্তনের উল্টো পথে যারা, তাদের হাত থেকে দেশকে মুক্ত করা প্রয়োজন। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, স্বৈরশাসনকে দেশ ছাড়তে হবে।’

রাজধানীতে গতকাল জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মালিক জনগণের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব হোসেন, ঢাকা মহানগর গণফোরাম সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।

 

ড. কামাল হোসেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, তারা কী চেয়েছে? ন্যায় চেয়েছে। তারা কোনো নেতার জন্য অপেক্ষা করেনি। তিনি বলেন, যে যতটুকু অবদান রাখতে পারেন, উদ্যোগ নিন। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ পরিবর্তন আনা প্রয়োজন। কারণ সবাই চায় পরিবর্তন, সবাই চায় সুশাসন, সবাই চায় গণতন্ত্র। তাহলে বাধা কোথায়?  যারা সুবিধা পাচ্ছে, ভোগ করছে, তারাই বাধা।

সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, ‘দেশে কী ধরনের গণতন্ত্র হবে সংবিধানে তা লেখা আছে। সংবিধানে যে বৈষম্যমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশের কথা বলা আছে, আমরা সেই বাংলাদেশ চাই। এ জন্য আমাদের সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে।’

পুলিশ-আমলা দিয়ে দেশ শাসন বন্ধ না হলে কেউ নিরাপদ নয় : ডা. জাফরুল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মানুষকে বিশ্বাস করেন। জনগণ আপনাকে চাইলে আপনি আবার দেশ চালাবেন। পিতার জন্মশতবার্ষিকী পালন করবেন। কিন্তু পুলিশ আর গোয়েন্দাকে বিশ্বাস করে দেশ শাসন কইরেন না। ভুল হবে।’ তিনি বলেন, ‘পুলিশ-আমলা দিয়ে দেশ শাসন বন্ধ করা না হলে কেউ নিরাপদ থাকবে না। জনগণকে কথা বলতে দিন, তাহলে গুজব ছড়াবে না।’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকার চলছে চালাকির সঙ্গে। কিন্তু এত চালাকি করে তো লাভ নেই। পুলিশের সঙ্গে হেলমেট বাহিনী কারা ছিল, সেটা বলতে হবে।’

সর্বশেষ খবর