শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব

——— স্থানীয় সরকারমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল। ‘সার্বজনীন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের করণীয়’- শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলেই শিক্ষক সমাজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। শিক্ষাকে আরও এগিয়ে নিতে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে।

গতকাল বেলা ১১টায় ফরিদপুরের বদরপুরস্থ মন্ত্রীর নিজ বাসভবন ‘আফসানা মঞ্জিলে’ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার স্কুল-কলেজ এবং মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর