শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মেহেরপুরে সংঘর্ষে আহত ১০

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্য সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু, যুবলীগ কর্মী শাহীন রেজা, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আনারুল ইসলাম ও আওয়ামী লীগ কর্মী ফিদু শেখ। অন্যরা মুজিবনগরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহত মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, বৃহস্পতিবার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সভাপতি নির্বাচিত হন। রাত সাড়ে নয়টার দিকে মহাজনপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করলে যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপায় জমি নিয়ে মারামারি : ঝিনাইদহ প্রতিনিধি জানান— ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মিল্টন জোয়ার্দ্দার ও নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বুধবার মিল্টন জোয়ার্দ্দারের সমর্থক পলাশের জমির আইল ভেঙে দেয় নায়েব জোয়ার্দ্দারের সমর্থক আইয়ুব হোসেন। এ নিয়ে তখন উভয় পক্ষের বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর