রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দর থেকে উড়োজাহাজ চুরি, সাগরে বিধ্বস্ত

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সিয়াটল-টাকোমা বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী খালি বিমান চুরি হওয়ার পর সেটি নিকটবর্তী সাগরে বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর বন্ধ ঘোষণা করা হয় ওই বিমানবন্দরের কার্যক্রম। সূত্র : রয়টার্স, বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, রিচ নামে এক বিমানকর্মী ওই বিমানটি নিয়ে উড়াল দেয়। তারপর সেটিকে ধরতে ধাওয়া করে দুটি এফ-১৫ ফাইটার বিমান। পরে বিমানটি পুগেট সাউন্ড এলাকায় সাগরের ওপর বিস্ফোরিত হয়। তবে ওই বিমানকর্মী বেঁচে গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের ব্যক্তিটিকে নিরাপদে অবতরণের আহ্বান জানানো হচ্ছে। এদিকে বিমান থেকে পাঠানো শেষ অডিও টুইটে রিচ আলাস্কা এয়ারলাইনসকে প্রশ্ন করেছিলেন, যদি তিনি বিমানটি সফলভাবে অবতরণ করান, তাহলে আলাস্কা তাকে পাইলট হিসেবে চাকরি দেবে কিনা। এই ঘটনার সঙ্গে নাশকতার যোগাযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পিয়ার্স কাউন্টির শেরিফ পল প্যাস্টর সাংবাদিকদের বলেন, যিনি বিমান উড়িয়ে ছিলেন, তিনি আলাস্কা বিমান কোম্পানির কর্মী হলেও অনুমোদিত পাইলট নন। তিনি আরও বলেন, ২৯ বছরের রিচ পিয়ার্স কাউন্টিরই বাসিন্দা। তার গতিবিধি সম্পর্কেও অবগত কোম্পানি। রিচের কোনো জঙ্গি যোগ নেই। দ্বিতীয় কেউ তার সঙ্গে যুক্তও ছিল না। কারণ রিচ বিমানটি নিয়ে বেশ কয়েকবার পাক খেয়েছিলেন। বিমান বাহিনীর বিমানের সামনে দিয়েও ঘোরাফেরা করেছেন বিমান নিয়ে। নাশকতার মানসিকতা থাকলে এই কাজ কেউ করে না। পাইলট হওয়ার ইচ্ছাতেই সেই কাণ্ড ঘটিয়েছিলেন রিচ বলে মনে করছেন শেরিফ।  জানা গেছে, হরিজন এয়ারের বিমানটি ছিল কিউ৪০০ মডেলের। তাদের সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইনসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কিউ৪০০ মডেলের বিমানে সাধারণত দুটি পাখা থাকে। এতে ৭৮টি পর্যন্ত আসন থাকতে পারে, তবে তা নির্ভর করে এর আকৃতির ওপর। বিমানটি কেত্রন দ্বীপের দক্ষিণে একটি সামরিক স্থাপনার কাছে বিধ্বস্ত হয়। এদিকে এ ঘটনার জন্য বেশ কিছুক্ষণ সিয়াটেল-ট্যাকোমা বিমানবন্দর বন্ধ থাকার পর স্থানীয় সময় গতকাল ভোররাত থেকে ফের চালু হয় বিমান চলাচল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর