রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অপপ্রচারে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন স্থানে চেকপোস্ট, ব্লক রেইডসহ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি জাতীয় শোক দিবসে কাঙালি ভোজের খাবার সিভিল সার্জন দিয়ে পরীক্ষারও নির্দেশনা দেন। গতকাল পুলিশ সদর দফতরে সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভায় এসব বলেন তিনি। আইজিপি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামানো যাবে না। নির্ধারিত ঘাট ছাড়া কোরবানির পশু ওঠানো-নামানো বন্ধ, পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুর হাট ইজারাদারের হাসিল হার প্রদর্শন, নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করা, কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত দেন তিনি। সভায় নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে নৌপুলিশ ইউনিট অন্যান্য পুলিশ ইউনিটের সহায়তায় চেকপোস্ট স্থাপনসহ টহলের ব্যবস্থা, ঈদ জামাতে, লঞ্চ, ট্রেন, বাস ও মসজিদে জঙ্গিগোষ্ঠীর নাশকতা রোধে সতর্কতামূলক ব্যবস্থা, ১৫ আগস্টের আগে ও পরে সব হোটেল এবং বোর্ডিং তল্লাশি করার সিদ্ধান্ত হয়।

এতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এফঅ্যান্ডডি) মইনুর রহমান চৌধুরী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও এপিবিএন পুলিশের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর