রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা এখন আতঙ্ক : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

ক্যান্সার নয়, সড়ক দুর্ঘটনা জনসাধারণের জন্য আতঙ্ক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গতকাল কুমিল্লার বুড়িচংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রতি বছর ছোট-বড় ছয় হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। এসব দুর্ঘটনা ও প্রাণহানির পরিমাণ কমিয়ে আনতে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মাধ্যমে সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরে যে পরিমাণ গাড়ি আছে, তার বেশিরভাগই ফিটনেসবিহীন। তাছাড়া এসব গাড়ির চালকদের থাকে না ড্রাইভিং লাইসেন্স। পথচারী, যাত্রী ও গাড়ির চালকরা কেউ ট্রাফিক আইন মেনে চলেন না। ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী ও স্থানীয় এমপি আবদুল মতিন খসরু এমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রমুখ।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর