রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘সারা বিশ্বে একইদিনে রোজা শুরু বা ঈদ পালনের দাবি শরীয়ত সম্মত নয়’

নিজস্ব প্রতিবেদক

‘একইদিনে সারা বিশ্বে রোজা শুরু করা বা ঈদ পালন করা সম্ভব নয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বিশ্বে যারা একদিনে রোজা রাখা এবং একদিনে ঈদ করার কথা বলে থাকে, সামান্যতম ভৌগোলিক জ্ঞানও তাদের নেই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সময়ের পার্থক্য ১২ থেকে ১৪ ঘণ্টা। পৃথিবীর এক প্রান্তে যখন দিন, তখন অন্য প্রান্তে রাত। কাজেই এক প্রান্তে নতুন চাঁদ দেখা গেলেও সেখানে তখন চাঁদ দেখার প্রশ্নই আসে না। তাই সারা বিশ্বে একইদিনে রোজা শুরু বা ঈদ পালন করার দাবি করা শরীয়ত সম্মত নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ আয়োজিত এক সেমিনারে এ মতপ্রকাশ করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ এবং এবিএম রুহুল হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর