রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজার আবার চাঙা

নিজস্ব প্রতিবেদক

শেয়ার লেনদেন ও সূচকে আবার চাঙা মেজাজে ফিরেছে শেয়ারবাজার। প্রতিদিনই বাড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল বস্ত্র খাতে। সর্বশেষ সপ্তাহের শুধু বস্ত্র খাতের কোম্পানির শেয়ার প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮৯ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে যা ছিল গড় প্রায় ৫০ কোটি টাকা বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৯৫২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ২০১ টাকা বেশি। এ ছাড়া গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। এই সময় বস্ত্র খাতের শেয়ারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ওই সময় এ খাতটির শেয়ারে দৈনিক গড় ১৮৯ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতের গড় ১২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৫৩ কোটি ৭৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে ব্যাংক খাত। লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- ওষুধ ও রসায়ন খাতে ৫১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 এ ছাড়া বিদ্যুত ও জ্বালানি ৩৯ কোটি ৫৭ লাখ, বিবিধ ৩৫ কোটি ৮৫ লাখ, ট্যানারি ২৫ কোটি ১০ লাখ, আর্থিক ২৪ কোটি ৩৭ লাখ, খাদ্য ও বিবিধ ২৪ কোটি ২ লাখ, তথ্যপ্রযুক্তি ২০ কোটি ৫৪ লাখ, বীমা ১৯ কোটি ৬৫ লাখ, সিরামিক ১৪ কোটি ৭৮ লাখ, ভ্রমণ ও অবকাশে ১৩ কোটি ৭৫ লাখ, সিমেন্ট ১০ কোটি ২০ লাখ, টেলিকমিউনিকেশন ৯ কোটি ৭৪ লাখ, পেপার অ্যান্ড প্রিন্টিং ৭ কোটি ৯৭ লাখ, মিউচ্যুয়াল ফান্ড ৪ কোটি ১ লাখ, সেবা ও আবাসনে ৩ কোটি ৮ লাখ ও পাট খাতে ১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর