সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নিরাপদ সড়ক চেয়ে চসিক মেয়রকে ছয় দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে ছয়টি দাবি দিয়েছেন। গতকাল বিকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চসিক কনফারেন্স হলে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি দেন। দাবির মধ্যে আছে, নগরের নিউমার্কেট মোড়, আগ্রাবাদ বাদামতলির মোড়, জিইসি মোড় ও মুরাদপুর মোড়ে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ, নগরের গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে গতিরোধক সাইনবোর্ড স্থাপন, বাস স্টপেজ চালুর বিষয়ে সড়ক পরিবহন ও বাসমালিকদের সঙ্গে মেয়রের উদ্যোগে বৈঠকের ব্যবস্থা করা, গণপরিবহন ও নগরে চলাচলরত বিআরটিসির বাসসমূহে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা, পণ্যবাহী যানবাহনগুলোকে নির্দিষ্ট সময়ের আগে নগরে ঢুকতে না দেওয়া। এ সময় মেয়র বলেন, ‘আপনারা আন্দোলন করে সমাজব্যবস্থার অনেক অসংগতি, ভুল ও অবহেলা চিহ্নিত করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সমাজের অসংগতিগুলো দূর করা এখন সময়ের দাবি।’ এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, শাহিনুল ইসলাম, ফারজানা মুক্তা, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর