সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
বিএফইউজে-ডিইউজের একাংশের অবস্থান কর্মসূচি

অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে সাংবাদিকদের ওপর বর্বর হামলা ও নির্যাতনকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের যারা রক্তাক্ত করেছে- তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে কোনো স্বৈরশাসকই টিকতে পারে না, তা বার বার প্রমাণিত হয়েছে। নেতারা বলেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে বিদায় নিতে হবে। নেতারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক ড. শহীদুল আলমের অবিলম্বে মুক্তি দাবি করেন। কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক নির্যাতনবিরোধী গণসংহতি সমাবেশ পালন করার ঘোষণা দেন। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভ চলাকালে কর্তব্যরত সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের বাইরে এ কর্মসূচির আয়োজন করে। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  সৈয়দ আবদাল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

সর্বশেষ খবর