সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খাদ্যে প্রিজারভেটিভ প্রয়োগে সহনীয় মাত্রা নির্ধারণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন খাদ্য-দ্রব্যে প্রিজারভেটিভ প্রয়োগের ক্ষেত্রে ‘শরীরের জন্য ক্ষতিকর নয়’ এমন সহনীয় মাত্রা নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় নিয়ে বৈঠক করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে থাইরয়েড, কিডনি, লিভার ও বোন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় বাংলাদেশে চালু হওয়া পরমাণু চিকিৎসাসেবার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সংসদ  ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক।

সর্বশেষ খবর