সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
বাংলা একাডেমিতে একক বক্তৃতা

বঙ্গবন্ধুর নেতৃত্বে অখণ্ড বাঙালি

সাংস্কৃতিক প্রতিবেদক

‘বাঙালির বঙ্গবন্ধু’ শীর্ষক একক বক্তৃতায় কবি কামাল চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ একত্র হয়ে এক অখণ্ড বাঙালি জাতিতে পরিণত হয়েছিল। ভাষা আন্দোলনের কূলপ্লাবী স্রোত বাঙালির স্বাধিকার আন্দোলনে রূপান্তরিত হয় এবং এই পর্বে অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন বঙ্গবন্ধু। এভাবেই সংগ্রাম ও আন্দোলনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু গোটা জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে সশস্ত্র শক্তিতে পরিণত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত চার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই একক বক্তৃতানুষ্ঠান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ করেন এস এম মহসীন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুবিষয়ক চার দিনের গ্রন্থ প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে দেশ-বিদেশের লেখকদের চার শতাধিক বই ও সংকলন স্থান পেয়েছে।

সর্বশেষ খবর