বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে তিন মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশনা ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী জুবায়দা গুলশান আরা। আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আইনজীবী রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, আদালত ফায়ার সার্ভিস, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রুলও জারি করেছে আদালত। রুলে ভবনটি ভাঙতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ওইসব ভবনে যথাযথ নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে রাজউক, গণপূর্ত মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসকে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 রাশনা ইমাম সাংবাদিকদের জানান, গত ১১ জুন ফায়ার সার্ভিস ও অগ্নি প্রতিরোধ নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী গুলশান শপিং সেন্টারটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয়।

এরপর এটি ভাঙতে উদ্যোগ না নেওয়ায় রিট আবেদনটি দায়ের করা হয়।

সর্বশেষ খবর