বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে : পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ও ঘাতক মোশতাক-ডালিমরা স্বাধীন রাষ্ট্রকে লুটেপুটে খাওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু সেই অপশক্তি সফল হতে পারেনি। বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন লাখো ভাই-বোনের রক্তের বিনিময়ে। গতকাল কুমিল্লা নগরীর রাম ঘাটলায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তরুণ ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেন, স্বাধীনতার অপশক্তি এবং চক্রান্তকারী মহল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে।

ঘাতকরা চেয়েছিল ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেবে, কিন্তু সেটা ছিল ব্যর্থ প্রয়াস। যতদিন যাচ্ছে বঙ্গবন্ধুর নাম বাংলার জমিনে আরও উজ্জ্বল হচ্ছে। এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ঘাতকরা ভেবে ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে থমকে দেওয়া যাবে। কিন্তু সেই স্বপ্ন সফল হয়নি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আলকাছুর রহমান খোকা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা খাতুন পারুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম প্রমুখ। এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে নজরুল এভিনিউতে শোক দিবস পালিত হয়।  এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে নগরীর নগর উদ্যানে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সিটি করপোরেশন, জেলা পরিষদ, ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জাতীয় শোক দিবস পালন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর