শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত, ২৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরব?নে র?্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আল-আ?মিন বাহিনীর সদস্য বাবু (৩৮) নিহত হ?য়েছেন। ঘটনাস্থল থে?কে দস্যুদের হা?তে জিম্মি থাকা ২৩ জন জেলে, ৭টি নৌকা ও বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হ?য়ে?ছে। গতকাল সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা শিবসা নদীর মারকির বাওনের খালে এ বন্দুক যু?দ্ধের ঘটনা ঘটে।

র?্যাব-৬ এর অ?ধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বাংলাদেশ প্রতিদিনকে জানান, বনদস্যু আল-আমিন বাহিনী সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের বি?ভিন্ন স্থা?নে দস্যুতা করছিল। মঙ্গলবার রাতে গোপন সংবা?দের ভি?ত্তিতে তার অবস্থান জানতে পেরে র?্যাবের সদস্যরা অ?ভিযান চালায়। তবে সেখা?নে প্রায় ৩০ জনের মতো জেলেকে মু?ক্তিপণের দাবিতে জিম্মি করায় র‌্যাব সদস্যরা গতকাল ভোর রাতে অ?ভিযান শুরু করে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি শুরু করে। এর পাল্টা হিসেবে র‌্যাবও গুলি চালায়। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পিছু হ?টে পা?লিয়ে যায়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে তল্লাশি করে নিহত বনদস্যু বাবুর লাশ ও বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় মুক্তিপণের দাবিতে জিম্মি করা ২৩ জন জেলেকে উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর