বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্রে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে দুর্বল করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত  করার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। গতকাল বিকালে স্থানীয় সুপার মার্কেট চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ।

, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আওয়ামী লীগ নেতা মো.ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর