শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুদকে পেট্রোবাংলার ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারির ঘটনায় পেট্রোবাংলার ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।  ৭ কর্মকর্তা হলেন— পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (মেনটেইনেন্স অ্যান্ড কন্টাক্ট ম্যানেজমেন্ট) নাজমুল হক, ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) শোয়েবুর রহমান, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) সাইদ মাসুদ, ব্যবস্থাপক (স্টোর) মো. দিদারুল কবির, উপ-ব্যবস্থাপক (মেনটেইনেন্স অ্যান্ড অপারেশন) মাহাবুব হোসেন, সহকারী ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) মনিরুজ্জামান এবং সহকারী ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মাহাবুব রশিদ। জানা গেছে, গত ১৩ আগস্ট এই ৭ কর্মকর্তাসহ পেট্রোবাংলার অন্তত ৩২ জনকে তলব করে দুদক। অন্যদের যথাক্রমে আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট হাজির হতে বলা হয়েছে। এর আগে গত ১ আগস্ট বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেব ও মহা-ব্যবস্থাপক (সারফেস অপারেশন) সাইফুল ইসলাম সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ খবর