শিরোনাম
শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন

-------- বিএনপি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে বিএনপি। বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যায় আর জুলুমের শিকার হয়ে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাকে সব অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তাঁর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন থেকে ছাত্রীরাও রেহাই পাচ্ছেন না। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন শুধু ছাত্ররাই নয়, ছাত্রীরাও রেহাই পাচ্ছে না। গোয়েন্দা পুলিশ একের পর এক ছাত্রী আটকের রোমহর্ষক ঘটনার জন্ম দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে থেকে সমাজ বিজ্ঞান বিভাগের তাসনিম ইমিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে পুলিশি জিজ্ঞাসাবাদে কয়েক ঘণ্টা নির্মম প্রহর গুনতে হয়।

ইমির আটকের ১২ ঘণ্টা পর ইডেন কলেজের কোটা আন্দোলনের আরেক নেত্রী লুত্ফুন্নাহার লুমাকে সিরাজগঞ্জের বেলকুচি থানার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আসলে বিশ্বের সব ফ্যাসিস্ট ও নািস নেতাদের ‘ওভারটেক’ করেছে এ সরকার। সরকার প্রধান শিশু-কিশোরদের সঙ্গে নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন। অভিভাবকরা বাচ্চাদের জীবন নিয়ে শঙ্কিত, ভীত। বিএনপির এই মুখপাত্র বলেন, অবৈধ সরকার রাজনীতিকে প্রতিহিংসাপরায়ণ ও সংঘাতময় করে তুলেছে। আইনের অপপ্রয়োগ করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে উন্মাদ হয়ে পড়েছে। ঈদের আগেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সর্বশেষ খবর