শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বাঙালি জাতিকে এক ছাতার নিচে এনেছিলেন বঙ্গবন্ধু

------ শামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি সমগ্র বাঙালি জাতিকে এক ছাতার নিচে এনেছিলেন। বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউজিসি সচিব ড. মো. খালেদ স্বাগত বক্তব্য দেন। স্মারক বক্তব্যে শামসুজ্জামান খান আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু একাত্তরের ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ১৬ ডিসেম্বর বালাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, পঁচাত্তরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়। তিনি রাজপথের একজন সাধারণ কর্মী থেকে জাতির জনক হয়েছেন। বাংলাদেশকে জানতে হলে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে।

সর্বশেষ খবর