শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পেটে সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে প্রায় ৩০ লাখ টাকার সোনা বের করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল বিকালে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটের এ যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে ফ্লাইটটি। চট্টগ্রাম থেকে ফ্লাইটে ওঠেন সৌরভ মিনা নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে ডমেস্টিক টারমিনাল দিয়ে বের হওয়ার সময় ওই যাত্রীকে আটক করে গোয়েন্দারা। পরে তার পায়ুপথে পেটের ভিতর থেকে ৬টি সোনার বার বের করা হয়। জব্দ করা সোনার ওজন ৬০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর