শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

একাত্তরের সহযোগীদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার দাবি

একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ (এসমুপ) সহযোগী মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে এসমুপ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। তাদের আরও দুটি দাবি : ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও বাদ-পড়া প্রকৃতদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা।

সংগঠনের চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শেখ কামরুল হুদা, প্রকৌশলী আবদুল বাকি, আবদুল্লাহ আল মামুন, মোস্তফা ফরাজী, অধ্যক্ষ সরদার আরিফ উল্লাহ এবং ভারপ্রাপ্ত মহাসচিব ইউনুস ঢালী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বাবুল ও ফরিদা রেজানুর প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর