রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের আগেই আলোকচিত্রী শহিদুল আলমসহ শিক্ষার্থীদের মুক্তি দিন : জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘হামলাকারীদের গ্রেফতার না করে বরং হামলার শিকারদেরই গ্রেফতার, রিমান্ডে নিয়ে আন্দোলনের প্রতি দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে সরকার। ঈদের আগেই আলোকচিত্রী শহিদুল আলমসহ শিক্ষার্থীদের মুক্তি চাই। আক্রমণকারীদের বিচার চাই।’ রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতনের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে আন্দোলনকারীদের ওপর অব্যাহত মামলা-রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ, আলোকচিত্রী শহিদুল আলম এবং ছাত্র ফেডারেশন নেতা মারুফ-রবিনসহ সব শিক্ষার্থীর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোনায়েদ সাকি বলেন, সরকারের ইতিবাচক কথাবার্তা পুরোটাই লোক দেখানো ও প্রতারণামূলক। সরকার একদিকে বলছে দাবি মেনে নিয়েছি, আন্দোলন চোখ খুলে দিয়েছে, সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নিচ্ছি, অন্যদিকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সড়কের অব্যাহত বিশৃঙ্খলা, মৃত্যুর ঘটনা প্রমাণ করে সরকার এখনো পরিবহন মাফিয়াতন্ত্রেরই মদদ দিয়ে চলেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য জান্নাতুল মরিয়ম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর